ফাঃ সমর দাংগ ও.এম.আই.
পরিচালক, পবিত্র যিশু হৃদয়ের মাইনর সেমিনারী
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডাইয়োসিস এর সেমিনারী কমিশন এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর, ২০২১ খ্রীষ্টাব্দ, রোজ শুক্রবার তারিখে আলীকদম, শান্তিরাণী ধর্মপল্লীতে সারাদিন ব্যাপী একটি আহ্বান মেলা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মূলসুর ছিল, “এসো আমরা জীবন আহ্বানে মনোযোগী হই”। সারা দিনের কর্মসূচী পবিত্র খ্রিস্টযাগ দিয়ে শুরু হয় এবং খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাঃ টেরেন্স রড্রিক্স, ধর্মপ্রদেশীয় আহ্বান পরিচালক। শ্রদ্ধেয়া সিস্টার জিতা রেমা এস.এস.এম.আই. এই মূলসুরের উপড় ভিত্তি করে আকর্ষণীয়, সুন্দর এবং প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে ব্রতীয় জীবন, দাম্পত্য জীবন এবং জীবন বাস্তবতার বিভিন্ন পেশায় আহ্বান জীবন সম্পর্কে সহভাগিতা করেন। ষষ্ঠ শ্রেণী থেকে কলেজ পর্যায়ের যুবক-যুবতীরা এই আহ্বান মেলায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মোট ১৬৫ জন। আহ্বান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, যুবক-যুবতীরা যেন নিজেদের জীবন সম্পর্কে চিন্তা করে, সচেতন হয় এবং ঈশ্বরের দেওয়া জীবন আবিষ্কার করতে সর্বদা মনোযোগী হয়। এই মেলায় ধর্মপ্রদেশীয় যাজক সহ বিভিন্ন সম্প্রদায়ের যাজক, ব্রাদার ও সিস্টারগণ অংশগ্রহণ করেন এবং নিজেদের সম্প্রদায়ের ক্যারিজম ও পালকীয় সেবা কাজের বিষয়ে যুবক-যুবতীদের সাথে সহভাগিতা করেন। ডাইয়োসিসান সেমিনারী কমিশনের সদস্য-সদস্যাদের পক্ষে আহ্বান মেলা বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন শ্রদ্ধেয় ফাঃ টেরেন্স রড্রিক্স, ফাঃ সমর দাংগ ও.এম.আই., সিঃ জিতা রেমা এস.এস.এম.আই., এবং সিঃ নিশা মানখিন আর.এন.ডি.এম.। সারা দিনের কর্মসূচী একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।