বান্দরবানে খ্রিস্টিয় ও মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স ২০২১ অনুষ্ঠিত

0
1480
ফ্লেভিয়ান ডি’কস্তা, পালকীয় সেবা দল, চট্টগ্রাম আর্চডাইয়োসিস

স্কুলের গণ্ডি পেরিয়ে নতুন জীবনে প্রবেশ করা এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য পবিত্র বাইবেল পরিচিতি, খ্রিষ্টবিশ্বাসোক্তি, বিবাহ ও পরিবার, খ্রীস্টিয় সমাজ ও নেতৃত্ব এবং ক্যারিয়াররে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে চট্টগ্রাম আর্চডায়োসিয়ান যুব কমিশন প্রতি বছরের ন্যায় আয়োজন করে এসএসসি উত্তর মানবিক ও খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ কোর্স। ১১-১৭ই ডিসেম্বর, ২০২১ বান্দরবান ধর্মপল্লীতে আয়োজন করা হয় উক্ত প্রশিক্ষণ কোর্স।
৬৮ জন এসএসসি পরিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম আর্চডায়োসিয়ান যুব কমিশনের সমন্বয়কারী ফাঃ প্রনয় আন্তনী গমেজ সিএসসি। তিনি এই সময়ে বলেন, ‘ তোমরা এখানে নতুন কিছু বিষয় শিখবে। যার মাধ্যমে তোমরা যাছাই করবে নিজেদেরকে এবং প্রস্তুত করবে পরবর্তী ধাপের জন্য। ’
বিভিন্ন রকম মানবিক ও খ্রিস্টিয় বিষয়গুলো নিয়ে সহভাগিতা ছাড়াও অংশগ্রহণকারীদেরকে সৃষ্টিশীল ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সটিতে রাখা হয় বিভিন্ন আনুসঙ্গিক কার্যক্রম যেমন: দলীয় নাটিকা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগীতা, দেয়ালিকা প্রদর্শনী ইত্যাদি। পাহাড়তলী উপধর্মপল্লীর অংশগ্রহণকারী মেধা প্রহেলিকা সেবক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কোভিড পরিস্থিতির কারণে ঘরবন্দি একটা সময় কাটিয়েছি আমরা। এই কোর্সে আসার পর সেই একঘেয়েমিটা আর নেই। নতুন বন্ধু পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি বিশেষ করে ক্যারিয়ার গাইডেন্স সহভাগিতায় বিভিন্ন পেশা ও সেই সকল পেশার জন্য নিজেকে প্রস্তুতিকরণ সংক্রান্ত বাস্তবিক পরামর্শ পাই আমরা।’
চট্টগ্রাম আর্চডায়োসিস’র পরম শ্রদ্ধেয় আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি সকল অংশগ্রহণকারীর হাতে কোর্স সাটিফিকেট ও পুরষ্কার তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি বলেন, ত্রিব্যাক্তি পরমেশ্বর একসাথে পথ চলেন। আমরা আমাদের আদিমন্ডলীর বৈশিষ্ট্যর মধ্যেও দেখছি তারা আত্মার প্রেরণায় একসাথে পথ চলতে। আমাদের সবাইকে পবিত্র আত্মার প্রেরনায় পোপ মহোদয়, বিশপ, যাজক, সন্ন্যাসব্রতীদের সাথে একত্র পথ চলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here