পৃথিবী, প্রকৃতি ও পরিবেশের যথেচ্ছ ব্যবহার ও দূষণে আমরা আজ বিপন্ন! পরিবর্তিত হচ্ছে আমাদের আবহাওয়া, বৃদ্ধি পাচ্ছে রোগ-ব্যাধি, ছড়িয়ে পড়ছে নানাবিধ মহামারী। পাঁচ বছর আগে পোপ ফ্রান্সিস তাই ধরিত্রির যত্নে লিখেছেন ‘লাউদাতো সি’ নামে প্রৈরিতিক পত্র। উক্ত পত্রের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে ঘোষিত হয়েছে ‘লাউদাতো সি’ বর্ষ। বর্ষটি উপলক্ষ্যে তিনি একটি বিশেষ প্রার্থনা রচনা করেছেন। প্রার্থনা কার্ডটি ই-কার্ডরূপে প্রকাশ করা হলো।