ফা: রবার্ট গনসালভেছ- পাল-পুরোহিত, প্রেরিত শিষ্য যোহনের ধর্মপল্লী, খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রেরিত শিষ্য সাধু যোহনের ধর্মপল্লী দূর্গম উঁচুনিচু দূরবর্ত্তী এলাকায় অবস্থিত পাড়াকেন্দ্রিক পাহাড়ী খ্রীষ্টবিশ্বাসীদের নিয়ে গড়ে উঠা খ্রীষ্টীয় জনপদ। স্বর্গীয় আর্চবিশপ মজেস এম কস্তা এর ১ম মৃত্যু বার্ষিকী ১৩ই জুলাই নির্ধারিত দিনে পালিত হবে এ বিষয়ে প্রতিটি পাড়ায় খ্রীষ্টীয় বিশ্বাসীদের মধ্যে সংবাদ ইতিমধ্যে প্রচারিত হয়েছে। গত ১৩ই জুলাই ২০২১ খ্রীঃ রোজ মঙ্গলবার বিকাল ৪টায় সিস্টারগণ, পাড়ার মাষ্টার ৭জন এবং স্থানীয় ২জন খ্রীষ্টভক্তদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় ভক্তি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মৃত্যুবার্ষিকী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করে পালিত হলো।

খাগড়াছড়ি ধর্মপল্লীতে প্রয়াত আর্চবিশপ মজেসের ১ম মৃত্যুবার্ষিকি পালন
খাগড়াছড়ি ধর্মপল্লীতে প্রয়াত আর্চবিশপ মজেসের ১ম মৃত্যুবার্ষিকি পালন

পাহাড়ী খ্রীষ্টভক্তদের দ্বারপ্রান্তে বারবার পালকীয় সফর করে এদের সাথে আর্চবিশপ মজেস উত্তম মেষপালকের দায়িত্ব পালন, গভীর সম্পর্ক, উন্নয়ন কাজে পাড়ায় গীর্জা নির্মান এবং ২০১৮ খ্রীঃ প্রেরিত শিষ্য সাধু যোহনের গীর্জা নির্মান করে এলাকার খ্রীষ্টভক্তদের সম্মানজনক পরিচিতি ও খ্রীষ্টসাক্ষ্য বহনের উত্তম সুযোগ করে দিয়েছিলেন। পবিত্র খ্রীষ্টযাগের পূর্বে প্রয়াত আর্চবিশপ মজেসের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে দাড়িয়ে কিছুক্ষণ নিরবে প্রার্থনা করে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ভক্তি ও ভালবাসা জ্ঞাপন করা হয়। স্বল্প পরিসরে আর্চবিশপ মজেসের কর্মময় জীবন ও খাগড়াছড়ি ধর্মপল্লীর খ্রীষ্টভক্তদের প্রতি তাঁর অসামান্য অবদান, পালকীয় পরিকল্পনা, নির্দেশনা, উপদেশ ও জীবন কথা স্মৃতিচারনের মধ্যদিয়ে তুলে ধরা হয়। তাঁর ধার্মিকতা, আন্তরিকতা ও ভালোবাসা এবং সেবাদান অকপটে সবাই প্রকাশ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে ফাঃ রবার্ট গনসালভেছ শ্রদ্ধার সাথে সহভাগিতা করেন যে, আর্চবিশপ মজেস ২০১১খ্রীঃ-এ তার(ফাঃ রবার্ট) পুরোহিত্য জীবনের অভিষেকের ২৫বৎসর পূর্তির পবিত্র খ্রীষ্টযাগ মরিয়ম আশ্রম, দিয়াং ধর্মপল্লীতে উৎসর্গ করেন। বর্তমানে খাগড়াছড়ি ধর্মপল্লীর দায়িত্ব পালনের এই সময়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা নিবেদন করে স্মৃতিচারণ শেষে আর্চবিশপ মজেসের আত্মার শান্তি কামনায় তৈরী প্রার্থনার কার্ড থেকে প্রার্থনা করা হয়। পবিত্র খ্রীষ্টযাগের শুরুতে পবিত্র বেদীতে আর্চবিশপ মজেসের প্রতিকৃতিতে পবিত্র জল সিঞ্চন ও খ্রীষ্টযাগ নিবেদন করা হয়। খ্রীষ্টযাগ শেষে এক একজন সামনে এসে আর্চবিশপ মজেসের প্রতি ভক্তি নিবেদন করে ১ম মৃত্যু বার্ষিকী পালন শেষ হয়।

 

খাগড়াছড়ি ধর্মপল্লীতে প্রয়াত আর্চবিশপ মজেসের ১ম মৃত্যুবার্ষিকি পালন খাগড়াছড়ি ধর্মপল্লীতে প্রয়াত আর্চবিশপ মজেসের ১ম মৃত্যুবার্ষিকি পালন খাগড়াছড়ি ধর্মপল্লীতে প্রয়াত আর্চবিশপ মজেসের ১ম মৃত্যুবার্ষিকি পালন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here