চট্টগ্রাম আর্চডায়োসিয়ান স্বাস্থ্য সেবা কমিশন গত ১২ই এপ্রিল ২০২২ মরিয়ম ধর্মপল্লী দিয়াঙে প্রতিবন্ধি ও বয়ষ্ক পিতা মাতাগণকে নিয়ে বিশ্বাসের তীর্থযাত্রার আয়োজন করেন। উক্ত তীর্থযাত্রায় ১৫০ জন তীর্থযাত্রী অংশ নেয়। সকলের উপস্থিতিতে উদ্বোধনী প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। নৃত্যের মধ্য দিয়ে সবাইকে স্বাগত জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন মরিয়ম ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাঃ আবশালোম লিন্টু রয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাঃ রিংকু কস্তা, সিএসসি। স্বাগত বক্তব্যের পর গান এবং ফুল দিয়ে সকলকে স্বাগত জানানো হয়। তীর্থযাত্রায় ধাপে ধাপে রোজারী প্রার্থনা, যীশুকে নিজের মত রঙ দেয়া, ক্রুশের পথ , মূলসুরের উপর আলোচনা, বিশ্বাসের সহভাগিতা, মজার খেলা, বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়। পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এবং বিশেষ খ্রীষ্টযাগের উৎসর্গ করেন।
তীর্থযাত্রায় অংশগ্রহণকারী মিসেস তেরেজা সরকার বলেন “বয়স্ক ব্যক্তিদের জন্য আজকের দিনটি আশানুরূপ ছিল। আজকের দিনটি আমরা ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কাটিয়েছি। এরজন্য চট্টগ্রাম আর্চডায়োসিয়ান স্বাস্থ্য সেবা কমিশনকে ধন্যবাদ জানাই।”